সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন

জেলা পরিষদ উপনির্বাচনে সিরাজগঞ্জে বিজয়ী শামীম তালুকদার লাবু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৮১ বার পঠিত

 

কে,এম নাছির উদ্দীন ক্রাইম রিপোর্টার: জেলা পরিষদের উপনির্বাচনে সিরাজগঞ্জে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে শামীম তালুকদার লাবু । তিনি সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরীর স্বামী। তার জিপ গাড়ী প্রতিকে প্রাপ্ত ভোট ৬৩৪, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মকবুল হোসেন মুকুল ঘোড়া প্রতিক পেয়েছে ৫০৬ ভোট। চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্যরা প্রার্থীরা উড়োজাহাজ প্রতীকে মুহাঃ শওকত আলী সেলিম ৩৪ ভোট, মোটর সাইকেল প্রতীকে আব্দুর রহমান ২ ভোট, আনারস প্রতীকে রেফাজ উদ্দিন মাস্টার ১০ ভোট এবং চশমা প্রতীকে আব্দুর রহমান ৫ ভোট পেয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার মোট ৯টি ভোটকেন্দ্রের ১৮টি বুথে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছিলো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রেও দেখা গেছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, জেলার ৮৩টি ইউনিয়নের চেয়ারম্যান-ইউপি সদস্যরা, ৭টি পৌরসভার মেয়র-কাউন্সিলরা ও ৯টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এনির্বাচনে ১ হাজার ১৯৬টি ভোটার ছিলো এর মধ্যে ১ হাজার ১৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ##

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991