মোঃ মনিরুল ইসলাম,
সিনিয়র স্টাফ রিপোর্টার:
জেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালী জেলা নির্বাচনী এলাকা ৩ নং ওয়ার্ড মির্জাগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আবদুল্লাহ আল জাবির (সোহেল ভূইঁয়া) ‘তালা প্রতীক’ নিয়ে পটুয়াখালী জেলা পরিষদের সাধারণ সদস্য পদে বিজয়ী হয়। সোমবার (১৭ অক্টোবর) উপজেলা অডিটোরিয়াম ভোটকেন্দ্রে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ভোটাররা সকাল থেকেই ভোটকেন্দ্রে আসা শুরু করে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) এর মাধ্যমে ভোটাররা তাদের ভোট প্রদান করেন। ভোটকেন্দ্রে বুদের সংখ্যা ছিল দুইটি। অবাধ,সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও থেকে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা জানান,’খুবই সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। কোথাও থেকে কোন ধরনের বাধাবিঘ্ন আসেনি। এইরকম পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা খুবই আনন্দিত’। নির্বাচনকে ঘিরে সকল ধরনের সহিংসতা এড়াতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা.তানিয়া ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতসহ র্যাব,পুলিশ ও আনসার সদস্যরা ছিলো সতর্কাবস্থানে। উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার মো. মুস্তাফিজুর রহমান জানান,’মির্জাগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮০। আবদুল্লাহ আল জাবির (সোহেল ভুইঁয়া) ‘তালা প্রতীক’ ৫২ ভোট পেয়ে সাধারণ সদস্য নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মো.শামীম মৃধা (হাতি প্রতীক) পেয়েছেন ২৭ ভোট। ১ জন ভোটার সাধারন সদস্য পদে ভোট দানে বিরত থাকেন। পটুয়াখালী জেলা নির্বাচনী এলাকা ৩ নং ওয়ার্ড মির্জাগঞ্জ উপজেলায় সাধারণ সদস্য পদে মোট ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন’। সদস্য পদে বিজয়ী প্রার্থী আবদুল্লাহ আল জাবির (সোহেল ভূঁইয়া) বলেন,’মহান রাব্বুল আলামিনের কাছে লাখ শুকরিয়া। ভোটার,সমর্থক ও এলাকা বাসিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সকলে আমার জন্য দোয়া করবেন।