জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি বিশেষ অভিযানে ৩০৫ (তিনশত পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক-০২
বিশেষ অভিযান-১, স্থান: কোতয়ালী থানা এলাকা
যশোর জেলার নবাগত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে জনাব সোমেন দাশ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, যশোরের নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ শামীম হোসেন, এএসআই(নিঃ)/মোঃ শফিকুল ইসলাম সহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে চারখাম্বার মোড় সংলগ্ন ওরিয়ন আবাসিক হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। আশিকুর রহমান(২৯), পিতা-মোঃ মশিউর রহমান, সাং-বেজপাড়া (ওরিয়ন আবাসিক হোটেলের পিছনে) মাহমুদুর রহমান এর বাড়ির ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে গ্রেফতার পূর্বক তার দখল হতে মোট ২৫৫ (দুইশত পঞ্চান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসংক্রান্ত কোতয়ালী মডেল থানায় মামলা রুজু হয়েছে।
বিশেষ অভিযান-২, স্থান: ঝিকরগাছা থানা এলাকা
এসআই(নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ আমিনুল ইসলাম, পিপিএম সহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম ঝিকরগাছা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কায়েমকোলা বাজার টু ছুটিপুরগামী রোডে পালবাড়ী মোড়স্থ নুর আলম(২৩) এর সারের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ শমসের(৩০), পিতা-মৃত শামনুর আলী বিশ্বাস, সাং-মনোহরপুর পশ্চিম পাড়া, থানা-ঝিকরগাছা, জেলা-যশোরকে গ্রেফতার পূর্বক তার দখল হতে ৫০ (পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে ঝিকরগাছা থানায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply