রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরোঃ
ডিজিটাল থেকে স্মার্ট, এবার হবে বাংলাদেশ সম্প্রীতি অটুট রবে,সাম্প্রদায়িকতার রবে না রেশ এই প্রতিপাদ্য নিয়ে
জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, গাইবান্ধার আয়োজনে সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তধর্মীয় সংলাপ/কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জুন) গাইবান্ধা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের “ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ (১ম সংশোধন) শীর্ষক প্রকল্পের আওতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তধর্মীয় সংলাপ/কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন জনাব মোঃ ফরিদুল হক খান, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ধর্মীয় সম্প্রীতি সর্ম্পকে বিভিন্ন দিক নির্দেশনা ও সচেতনতা মূলক বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান,গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফ হোসেন, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ দৈনিক মাধুকর পত্রিকার বার্তা সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী , প্রকল্প পরিচালক, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ; উপজেলার চেয়ারম্যানবৃন্দ; পৌরসভার মেয়রবৃন্দ; উপজেলা নির্বাহী অফিসারগণ; থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; শিক্ষক প্রতিনিধি; বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।