স্টাফ রিপোর্টারঃ গাজীপুর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক শাহজাহান চঞ্চলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পূর্বে শ্রীপুরের পৌর এলাকার এমদাদুল উলুম কওমী মাদ্রাসা সংলগ্ন মাঠে হাজার হাজার মানুষ জানাজা নামাজে অংশ নেয়। জানাজা শেষে মাদ্রাসার পাশে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। শাহজাহান চঞ্চলের জানাজায় অংশ নেন শ্রীপুরের পৌরমেয়র আলহাজ্ব আনিছুর রহমান,বিএনপি’র কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান,জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইশরাক আহমেদ সিদ্দিকী, শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান ফকির, সাধারণ সম্পাদক আকতারুল আলম মাস্টার, শ্রীপুর পৌর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট কাজী খান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাতাব উদ্দিন, শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে হূদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান শাহজাহান চঞ্চল।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
বিএনপির ত্যাগী এই নেতার মৃত্যুতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।