জ্বালানি, তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, লোডশেডিং, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি ও ভোলায় বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা শহর বিএনপির উদ্যোগে শনিবার দলীয় কার্যালয় চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহর বিএনপির আহবায়ক মো. শহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে ও সদস্য সচিব লোটাস খানের সঞ্চালনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোর্শেদ হাবীব সোহেল, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দু ছালাম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, আবু বকর সিদ্দিক স্বপন, হুনান হক্কানী, আব্দুর রাজ্জাক ভুটটু, অ্যাড. হানিফ বেলাল, জাকারিয়া আলম জিম, তারেকুজ্জামান তারেক, শফিকুল ইসলাম রুবেল, মৌসুমী আক্তার তমা, হারুন মিয়া, তারেক হাসান, এসএম কামাল হোসেন, কাওসার ওয়াহিদ খান সুজন, মাহামুদুর রহমান রতন, মেহেদী হাসান, ফরহাদ আলী প্রমুখ।
বক্তারা জনপ্রতিনিধিত্বহীন গণবিরোধী সরকার কর্তৃক জ্বালানি, তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, লোডশেডিং, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি ও ভোলায় বর্বরোচিত হত্যাকাণ্ডের
প্রতিবাদ জানান।