মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :-হাইওয়ে পুলিশ, বগুড়া রিজিয়নে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো:শহীদ উল্লাহ ঝলমলিয়া হাইওয়ে থানা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝলমলিয়া হাইওয়ে থানা প্রাঙ্গণে হাইওয়ে থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত বগুড়া রিজিওনের পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো: শহিদ উল্লাহ।
মতবিনিময় ও কল্যাণ সভায় ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: মাহবুর রহমান সহ থানায় হাজির সকল অফিসার ফোর্সগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি থানায় সকল অফিসার, ফোর্সের আবেদন সহ সকল সমস্যার কথা দীর্ঘক্ষণ ধরে শোনেন এবং সে বিষয়ে দ্রুত সমাধান সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও হাইওয়ে পুলিশের সুনাম তথা বাংলাদেশ পুলিশের সুনাম পুনরুদ্ধার সহ হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্য যাতে পেশাদারিত্বের সাথে এবং নৈতিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। হাইওয়েতে যাতে কোন প্রকার চুরি, ছিনতাই,ডাকাতি সংঘটিত না হতে পারে এবং মহাসড়ক যাতে নিরাপদ হয় সে বিষয় নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা মতে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ পেশাদারিত্বের এবং নৈতিকতার সহিত কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।