বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

ঝালকাঠিতে সংঘবদ্ধ জালিয়াতি চক্রের বিরুদ্ধে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৬০ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ

জালিয়াতির মাধ্যমে জন্মের আগের ডিক্রি দেখিয়ে জমি দখল ও রেকর্ডের সহযোগীতার অভিযোগে সাবেক সেনাসদস্য ও তহশিলদারসহ ৭জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার নলছিটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কুশংঙ্গল গ্রামের হাবিবুর রহমান বাদি হয়ে মামলা নং ১৬৪/২২(নল) দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক মো.মনিরুজ্জামান মামলাটি তদন্তের জন্য বরিশাল পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

কুশংঙ্গল গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আ: মজিদ হাওলাদার,ভাই আজিজ হাওলাদার,নাজমা বেগম,ছালমা বেগম,মুকুল বেগম, আলেয়া বেগম ও সাবেক তহশিলদার মো.হারুন মুন্সির বিরুদ্ধে ৪২০/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১ ও ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়।

বাদি অভিযোগ করেন,আসামিরা সংঘবদ্ধ জাল-জালিয়াতির মাধ্যমে আমাদের পৈত্রিক ও রেকর্ডিয় কুশংঙ্গল মৌজার ১৩ একর ১৫ শতাংশ জমি ১৯৫৬ সালের ৭৪ নং ডিক্রির মূলে দাবি করেন। উক্ত ডিক্রিটি বরিশাল যুগ্ম জেলা জজ প্রথম আদালতের যা বানারিপাড়ার জনৈক আমজেদ আলী,হানিফ বেপারি ও মোহাম্মদ আলী বেপারির সাথে বিরাজ মোহন সমদ্দার বিবাদী রয়েছেন,যাহার প্রমানপত্র আমাদের কাছে রয়েছে। আসামিরা উক্ত ডিক্রিটিকে পুজি করে জালিয়াতির মাধ্যমে জোরপূর্বক ভোগদখলের চেষ্টা করে। এঘটনার বিচার চেয়ে বাদি মামলাটি দায়ের করেন। বাদির আদালতে দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনায় জাতীয় পরিচয়পত্রের নাম মোঃ আব্দুল মজিদ হাওলাদার,পিতা আব্দুল গনি হাওলাদার,মাতা আমিরুন নেসা,জন্মতারিখ ১৫/০৮/১৯৬৭,এনআইডি নম্বর ৪৬৪০২৪৭৬৩৪ এবং কুশংঙ্গল মৌজার চুড়ান্ত ভোটার তালিকায় সিরিয়াল নাম্বার ৬৯৫এবং ভোটার নং ৪২০৫২৯০০০৫৩৫ পেশায় সরকারি চাকুরি লেখা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991