জনতার অধিকার,আমাদের অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে ০৬/০১/২০২২ ইং বৃহস্পতিবার ঝালকাঠি রাজাপুর উপজেলায় যুব অধিকার পরিষদের ছয় মাসের ২১ সদস্য কমিটি ঘোষণা হয়।এসময় উপস্তিত ছিলেন ঝালকাঠি যুব অধিকার পরিষদের আহবায়ক সৈয়দ রাছেল মুন।ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ ফয়সাল আহমেদ।এ সময় যুব অধিকার পরিষদের আহবায়ক সৈয়দ রাসেল মুন বলেন গনঅধিকার পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের সকল দুর্নীতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের পক্ষে কাজ করে আসছে এবং কাজ করে যাবে। দোয়া করি, মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাবে। এসময় আরো ছাত্র অধিকার পরিষদের ঝালকাঠির সভাপতি মোঃফয়সাল আহমেদ বলেন ২১ সদস্য বিশিষ্ট ঝালকাঠি রাজাপুর উপজেলায় যুব অধিকার উপজেলার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে গণক্ষমতাতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে। তাদের সুদক্ষ নেতৃত্বে ঝালকাঠি জেলা গনঅধিকার পরিষদ আরো বেশি শক্তিশালী সাংগঠনিক ইউনিটে রুপান্তরিত হবে বলে বিশ্বাস করি।