অবৈধ সিসা কারখানায় চলছে বিষাক্ত সিসা উতপাদন।
দ্রুত অভিযান পরিচালিত করার আহ্বান সচেতন নাগরিকদের।
বৈডাঙ্গা বাজারের আগে পুরাতন স্টার ইটভার ভেতরে মশিয়ারের অবৈধ রমরমা ব্যাবসা চলছে হরদম।
ইতিপূর্বে এই বিষাক্ত কারখানার ক্ষতিকর পদার্থের প্রভাবে একাধিক গৃহপালিত পশু মারা গেছে৷ ভয়াবহ ক্ষতি হচ্ছে প্রতৃতি ও পরিবেশের।
এবিষয়ে ঝিনাইদহের পরিবেশ অধিদপ্তরের সাথে কথা হলে জানান,আমরা এখনি পদক্ষেপ নিচ্ছি।
ঝিনাইদহের জেলা প্রশাসকের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবংর পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি অনতিবিলম্বে এই অবৈধ সিন্ডিকেট এর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হোক।