লিমন হোসেন স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহ কালীগঞ্জে “প্রশিক্ষিত যুব উন্নয়ন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দিবস ২০২২ উপলক্ষে যুব র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টার সময় কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নে অধিদপ্তরের আয়োজনে কালীগঞ্জ শহরে র্যালী প্রদর্শন করেন এবং উপজেলার মিলনায়তনে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভার প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আনোয়ারুল আজীম আনার এমপি মহাদয়।
বিশেষ অতিথি কালীগঞ্জ পৌরসভারর মেয়র আশরাফুল আলম (আশরাফ), কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, ৩ নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা, কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক অফিসার মধু সূদন সাহা, কালীগঞ্জ উপজেলার কর্মকর্তা বৃন্দ সহ স্থানীয় যুবকরা উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় পসভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সাদিয়া জেরিন।