জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বই মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বই মেলার উদ্ভোধন করা হয়।
বুধবার (২১শে ফেব্রুয়ারী) বিকালে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী (অবঃ),
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম প্রমূখ।
বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।