রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিলসহ এক মাদক কারবারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১০ বার পঠিত

 

লালন মন্ডল,ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে ফেনসিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

রোববার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কাজিরবেড় গ্রাম থেকে অবৈধ মাদক ১৩০ বোতল ফেনসিডিল কেনাবেচার সময় গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত জসিম উদ্দিন (৪৫)। সে মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের মৃত কদম আলীর ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইসতিয়াক হোসাইন জানান, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জনাতে পারে জেলার মহেশপুর থানার কাজিরবেড় গ্রামের কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় করার ঐ গ্রামে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আনুমানিক রাত দেড়টার সময় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩০ বোতল ফেনসিডিলসহ জসিম উদ্দিনকে (৪৫), গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১৩০ বোতল ফেনসিডিল, ০১টি মোবাইল এবং ০২টি সিমকার্ডসহ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991