লালন মন্ডল,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর থেকে ১৯৪ একশত চুরানব্বই বোতল ফেনসিডিলসহ আব্দুর রাজ্জাক নামের এক মাদক কারবারি আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (০৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুর রাজ্জাক গোপালগঞ্জের কাশীয়ানী উপজেলার ফলসী চরপাড়া গ্রামের আব্দুর রউফ মোল্লার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মহেশপুর থেকে ঢাকাগামী একটি পরিবহনে মাদক কারবারিরা ফেনসিডিল নিয়ে যাচ্ছে।
সে সময় আমাদের একটি আভিযানিক দল সেখানে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি করে ১৯৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করে।
যার আনুমানিক বাজার মূল্য ৭ সাত লাখ ৭৬ হাজার টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।