ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে রাফেজা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত রাফেজা খাতুন ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউপির বাগদিয়ার আইট গ্রামের দেলোয়ার হোসেন এর স্ত্রী।
ঘটনাটি ঘটেছে ০২/০৫/২৩ইং মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে সাত টার দিকে উপজেলার কাজিরবেড় ইউপির ডাকবাংলা মসজিদ মোড় নামক স্থানে।
এলাকাবাসী জানান,নিহত রাফেজা খাতুন মানষিক ভারসাম্যহীন ছিলেন।সকালে সামন্তা বাজার থেকে বাড়ী যাওয়ার পথিমধ্যে বালু বোঝাই ট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়।
সংবাদ পেয়ে ভৈরবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছিয়েছে।
এই বিষয়ে মহেশপুর থানাধীন ভৈরবা ফাঁড়ী পুলিশের ইনচার্জ এস আই আব্দুল মান্নান বলেন,নিহতের স্বজনেরা কোন অভিযোগ করেনি।লাশ দাফনের জন্য বাড়ী নিয়ে গিয়েছে।ট্রাক টি উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান,শুনেছি ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।