দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিল লিমিটেডের ২০২২-২৩ মৌসুমের আখের বীজ জমিতে রোপন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।২ রা সেপ্টেম্বর ২০২২ শুক্রবার বেলা ১১ টায় শিমলা রোকনপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মাঠে আব্দুস সালামের জমিতে উন্নত জাতের আখের বীজ রোপণের মধ্য দিয়ে ২২- ২৩ মৌসুমের আখ রোপণ শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির চৌধুরি, মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,সহ-সভাপতি ফজের আলী, মোবারকগঞ্জ চিনিকলের বিভিন্ন ইউনিটে মিলের বিভাগীয় মহা-ব্যবস্থাপক,শাখা প্রধান, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। পুকুরিয়া গ্রামের প্রায় শতাধিক আখ চাষী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল আজীম আনার বলেন, আখ চাষে একদিকে যেমন কোনো ঝুঁকি নেই অন্যদিকে অত্যন্ত লাভজনক। তাছাড়া আমাদের সরকার আখের মূল্য বৃদ্ধি করেছে।তাই সকল চাষীদের প্রতি আমার আহবান থাকবে বেশি বেশি আখা চাষ করে মোবারকগঞ্জ চিনিকল টিকিয়ে রাখতে ভুমিকা রাখার ব্যাপারে।