সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

ঝিনাইদহের শৈলকুপায় ০৩টি পরিবারের ঘরবাড়ী আগুনে পুড়ে সর্বস্বান্ত। 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ বার পঠিত

লালনমন্ডল,ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ জেলার শৈলকুপায় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ২০২৩ইং দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদ সুমন হোসেন,আকুল মন্ডল,মকুল মন্ডলের বাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে ৩ পরিবারের বাড়িঘর, আসবাসপত্র নগদ অর্থ পুড়ে প্রায় ৫ পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

ভুক্তভোগী সবাই উপজেলার ১ নম্বর ত্রিবেণী ইউনিয়নের ছোট বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন ৩ পরিবারের ৯ জন সদস্য। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা সময়। হঠাৎ পোড়ার গন্ধ আসছে চারদিক থেকে।ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আগুনের তাপে সামান্য ঝলছে গেছে শরীরের কিছু জায়গা। ঘুম ভেঙে দেখে চারদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। এমন অবস্থায় কোনো রকম প্রাণ রক্ষা পেলেও বাড়িঘর, আসবাপত্র, নগদ অর্থ কিছুই রক্ষা পায়নি আগুনের হাত থেকে

 

জানা যায়, পাখিভ্যান চার্জে দেওয়ার পর সেখান থেকে বিদ্যুতের শট সার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি হয়। পরে একে একে তিন বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। যা নিয়ন্ত্রণ করার আগেই ৩টি বাড়ি পুড়ে ছাঁই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, জীবন রক্ষা পেয়েছে এটাই অনেক কিছু। মুহূর্তের মধ্যে তিনটা বাড়ির সব পুড়ে শেষ হয়ে গেল। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও পারিনি।

 

ভুক্তভোগী মকুল মন্ডল বলেন, সব শেষ হয়ে গেল আমাদের। একে একে তিনটা বাড়িতে আগুন ধরেছে। বাড়ির কিছুই বের করতে পারিনি। ঘরবাড়ী, আসবাবপত্র, টাকা পয়সা সব পুড়ে গেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনা শুনেছি। সেখনে ফোর্স পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991