
মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে এনসিপির মনোনয়ন প্রার্থী এ্যাডভোকেট লাবাবুল বাশারের “কেমন শৈলকুপা চাই” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শৈলকুপা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শৈলকুপা উপজেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় পৌর এলাকার হাবিবপুর গ্রামের সন্তান ও এনসিপি শৈলকুপার প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট লাবাবুল বাশার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে এনসিপি দলের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
জুলাই আন্দোলনে তিনি রাজপথে থেকে সক্রিয় ভূমিকা রেখেছেন। এলাকার গরিব দু:খি মেহনতী খেটে খাওয়া কৃষকদের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করেন।
যে কারনে তাকে ঝিনাইদহ-১ শৈলকুপা আসন থেকে এনসিপি (শাপলা কলি প্রতিকে) দলীয় মনোনয়ন দিলে তিনি নির্বাচনে অংশ নেবেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগনের সাড়া পাচ্ছেন, মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, শৈলকুপ এনসিপির যুগ্ম সমন্বয়ক আব্দুর রহিম ও রাশেদ আহমেদ নবাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।