নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু ঐহিত্যবাহী সরকারি লালন শাহ্ কলেজ মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন এবং বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণী
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে পুরো ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।
বুধবার (২৩ মার্চ) সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম।
সরকারি লালন শাহ্ কলেজের অধ্যক্ষ মোঃ আতিয়ার রহমান এঁর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো জাহাঙ্গীর হোসাইন, হরিনাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা,সহকারী কমিশনার ভূমি সেলিম আহমেদ,পৌর মেয়র ফারুক হোসেন,প্রেস ক্লাব সভাপতি এইচ মাহাবুব মিলু,প্রভাষক শিরিনা খাতুন,কাজল কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক বার্ষিক ক্রীড়া কমিটির আহব্বায়ক মোঃ সিরাজুল ইসলাম,সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক আওয়াল হোসেনসহ কলেজের সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
উল্লেখ এক উৎসব মুখর পরিবেশ দিনব্যাপী এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান ও অন্যান্য শিক্ষক মন্ডলী।
পুরস্কার বিতরণ করার আগে প্রধান অতিথি বক্তব্যে বলেন,খেলাধুলা মানুষের মনকে সতেজ ও প্রফুল্ল করে। সুস্থ মন, দেহ গঠনে ক্রীড়ার কোনো বিকল্প নেই । তাই প্রত্যেক ছাত্রীদের উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধূলা করা।