মোঃ বনি স্টাফ রিপোর্টারঃ
নিরাপদ মাছে ভরবো দেশ”বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য
বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকালে হরিনাকুন্ডু উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিনে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এঁর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য অফিসার মোঃ নান্নু রেজার সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতি ইউএনও সুস্মিতা সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া বাস্তবায়নে মৎস্য সপ্তাহে সাতদিন ব্যাপি বিভিন্ন কর্মসুচি বিষয়ে সংবাদ কর্মীদের জ্ঞাত করার পাশাপাশি জনসাধারণের দ্বারপ্রান্তে খবরটি লেখনির মধ্যদিয়ে পৌছে দেওয়ার আহব্বান জানান। এসময় উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা শিউলি রাণী,পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মাহাফুজুল হক, সহকারী বিআরডিবি কর্মকর্তা আমজাদ হোসেন,আরও উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুজ্জান তাজু, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান সহ হরিণাকুণ্ডুতে কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সাতদিন ব্যাপি বিভিন্ন কর্মসুচীর মধ্যে রয়েছে ২৩ জুলাই সাংবাদিকদের সাথে মতবিনিময়,২৪ জুলাই র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান,মাছের পোনা অবমূক্তকরণ, আলোচনা শেষে মৎস্যচাষীদের মাঝে পূরুষ্কার বিতরণ ও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন।২৫ জুলাই প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়।২৬ জুলাই অবৈধ জাল ও বাধ উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালোনা করা।২৭ জুলাই মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ ও সেবা প্রদান সহ পুকুরের মাটি পরীক্ষাকরণ।২৮ জুলাই মৎস্যচাষী ও সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ।শেষ দিন ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।