জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ফসলি জমির মাটি কেঁটে অবৈধভাবে বিক্রি করার অপরাধে বশির উদ্দীন নামে এক মাটি ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার সাতব্রীজ বাজার এলাকার মাঠে অভিযান পরিচালনা করে জরিমানা আরোপ ও আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
হরিণাকুন্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করার সত্যতা পান। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ সংশোধিত আইন ২০২৩ এর ১৫ (১) ধারায় মাটি বিক্রেতা বশির উদ্দিনকে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় বলেন, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাঁটা, উত্তোলন ও বিক্রির অপরাধে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।