আজ ১১.০৪.২০২৩ ঝিনাইদহ জেলার নবাগত জেলা প্রশাসক জনাব এস. এম. রফিকুল ইসলাম ঝিনাইদহ জেলার উপজেলা নির্বাহী অফিসার,পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সাথে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমের প্রশিক্ষণ ও অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং জানুয়ারী-মার্চ/২০২৩ পর্যন্ত জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসামান্য অবদানের জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টপ পারফরমারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এদিকে সকালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে তার দপ্তরে ফুলেল শুভেচছা বিনিময় করেন।
ঝিনাইদহ জেলার মধ্যে হরিণাকুন্ডু উপজেলা প্রথম স্থান অধিকার করেছেন, টপ পারফরমার হয়ে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার জনাব সুস্মিতা সাহা।