সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
ঘোষনা
বেপরোয়া গতির ছোবলে ঝরলো কিশোর প্রাণ — শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রোহানের মর্মান্তিক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুরে শিক্ষক কো-অপারেটিভ ‘কালব’ অফিসের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ চুয়াডাঙ্গায় ডিএনসির অভিযানে দেড়শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি আটক মনপুরায় অবৈধ স-মিলের দৌরাত্ম্য বেড়েই চলেছে, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা স্থানীয়দের নবীনগরে মাদকের আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নিহত -১ গুলিবিদ্ধ – নীলফামারীতে পলিথিন বিরোধী অভিযান। ঝিনাইদহে সাইবার পুলিশের সাফল্য, শতাধিক মোবাইল ও প্রায় লাখ টাকা উদ্ধার বিশিষ্ট সমাজসেবক ও এসআইবিএল পরিচালক নার্গিস মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী আজ সিংগারবিল ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে হাঁটু পানি, চরম ভোগান্তিতে নগরবাসী গলাচিপা ইউনিয়নের যুব অধিকার পরিষদ নেতাকে দল থেকে বহিষ্কার “পুলিশের ওপর হামলা মামলার আসামি ইসলামি আন্দোলন বাংলাদেশ- চট্টগ্রাম শাখার এক নেতা। তাকে উক্ত মামলায় গ্রেফতার করা হলে, এর প্রতিবাদে চট্টগ্রামের পাঁচলাইশ থানা ঘিরে দিনভর বিক্ষোভ করে ‘ইসলামী আন্দোলন, বাংলাদেশের’ নেতাকর্মীরা আশুগঞ্জে ১৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিদায়ী সংবর্ধনা জানালেন, হরিণাকুণ্ডুর মুক্তিযোদ্ধা কমাণ্ডার চোর সন্দেহে যুবককে হত্যা চেষ্টা হারুয়ালছড়িতে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ ঝিনাইদহে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার- সার,বীজ উদ্ধারের নাটক সাজানোর অভিযোগে তোলপাড়- মির্জাপুর গোলাপী হত্যা মামলায় স্বামী আব্দুল কাদের শশুর বাড়ী থেকে গ্রেপ্তার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল

ঝিনাইদহে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার- সার,বীজ উদ্ধারের নাটক সাজানোর অভিযোগে তোলপাড়-

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪৪৬ বার পঠিত

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নে জামায়াতে ইসলামী কার্যালয় থেকে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে চলছে তোলপাড়। ঘটনাটি ঘিরে দেখা দিয়েছে রাজনৈতিক বিতর্ক ও পাল্টাপাল্টি বক্তব্য। জামায়াতে ইসলামী নেতারা একে অপপ্রচার ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন, অন্যদিকে স্থানীয় বিএনপি নেতারা বলেছেন, সবকিছু জনগণের সামনেই উদ্ধার করা হয়েছে। সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইকবাল হোসেন অভিযোগ করে জানান, ঝিনাইদহ জেলা প্রশাসন ও কৃষি বিভাগ তৃণমূল পর্যায়ের কৃষকদের মধ্যে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণের জন্য স্থানীয়ভাবে বিএনপি ও জামায়াতের কাছ থেকে তালিকা নিয়েছিল। সেই অনুযায়ী শুক্রবার সকালে ইউনিয়ন জামায়াত ইসলামীকে ৩০ জন কৃষকের জন্য সরিষা বীজ ২২ কেজি, মসুর বীজ ৩৫ কেজি এবং ৮ বস্তা পটাশ ও ফসফেট সার বিতরণ করা হয়। দিনভর জামায়াতের পক্ষ থেকে বেশিরভাগ সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। তবে রাত হয়ে যাওয়ায় অবশিষ্ট কিছু সার ও বীজ (সরিষা ৭ কেজি, মসুর ২০ কেজি ও সার ৪ বস্তা) অফিসে রাখা ছিল, যা শনিবার সকালে বিতরণের কথা ছিল। তিনি বলেন,মধ্যরাতে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন তার অনুসারীদের নিয়ে সেখানে রাখা সার–বীজ উদ্ধার করার নাটক সাজিয়েছে, যাতে জামায়াতকে ফাঁসানো যায়। এ ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলমগীর হুসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা দেখে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক মহল ষড়যন্ত্রে নেমেছে। সার–বীজ উদ্ধারের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এদিকে সদর উপজেলা জামায়াতের আমীর ড. হাবিবুর রহমান বলেন, এটা জামায়াতকে হেয় করার রাজনৈতিক ষড়যন্ত্র। আমরা রাজনৈতিকভাবে এর মোকাবেলা করব। অন্যদিকে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন দাবি করেন, শত শত মানুষের উপস্থিতিতে, সাংবাদিক, পুলিশ ও কৃষি কর্মকর্তাদের সামনেই ওই বীজ ও সার উদ্ধার করা হয়েছে। জামায়াত যে অভিযোগ করছে তা মিথ্যা ও ভিত্তিহীন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান বলেন,সরকারি প্রণোদনার সার ও বীজ কৃষকদের মধ্যে ছবিযুক্ত মাস্টার রোল অনুযায়ী বিতরণ করা হয়। সম্ভবত রাত বেশি হয়ে যাওয়ায় কৃষকরা সার–বীজ অফিসে রেখে গিয়েছিল। আসল ঘটনা এটিই হতে পারে। এদিকে শনিবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সুরাট বাজারে ঘটনার প্রতিবাদে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুরাট ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসেন, প্রধান অতিথি ছিলেন জেলা আমীর ঝিনাইদহ -২ আসনের এমপি পদপ্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সহকারী সেক্রেটারি ছগীর আহমেদ, সাবেক উপজেলা আমীর মতিয়ার রহমান, উপজেলা আমীর ড.হাবিবুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হুসাইন প্রমূখ। জনসভা চলাকালে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন আয়োজকরা। এতে কোন বড় ধরণের হতাহতের ঘটনা ঘটেনি । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991