মোঃ বনি স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপাতে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। ০৯ জুন (বৃহস্পতিবার) ভোরে শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে এমন দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাজশাহীর বাঘা উপজেলা থেকে আম নিয়ে একটি পিকআপ ভ্যান বরিশাল যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে পৌঁছালে বালিভর্তি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় পিকআপ ভ্যানটিকে। এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। নিহত চালক বিল্লাল হোসেন পাবনার ভাঙ্গুড়া ও হেলপার খোকন মিয়া সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।