লালন মন্ডল,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত পুলিশী অভিযান ও তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)/মুনিরুল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল ০১ (এক) কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ আসামী ১। মোঃ রিয়াদ হোসেন (২২), পিতা-মৃত আব্দুল কুদ্দুস, সাং-গাংকুল,
শৈলকুপা, জেলা ঝিনাইদহ’কে গ্রেফতার করা হয়েছে।
থানা- অদ্য -২২/০২/২৪ইং শৈলকুপা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন সারুটিয়া সাকিনস্থ
জনৈক তৈয়বুর রহমান, পিং-মৃত তুরাব আলীর বসত বাড়ীর সামনে বানুগঞ্জ বাজার টু সাহাবাড়ীয়া
গ্রামগামী পাকা রাস্তার উপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান
করতেছিল । উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৮.০৫ ঘটিকায় উক্ত স্থান হতে
(এক) কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ এই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয় এবং
আসামী মোঃ জনি বিশ্বাস(৩৫), পিং-মৃত আঃ আজিজ সাং- গাংকুল, থানা-শৈলকুপা, জেলা-
ঝিনাইদহ পালিয়ে যায় । উদ্ধারকৃত গাঁজার মূল্য অনুমান-৬০,০০০/- (ষাট হাজার) টাকা
।উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামী’কে তল্লাশীকালে তার কাছে বিশেষ ভাবে রক্ষিত অবস্থায়
থাকা ০১ (এক) কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা নিজ হাতে বের করে দেয়। আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ শৈলকুপা থানা এলাকায় অবৈধ মাদক দ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।