লালন মন্ডল,ঝিনাইদহ প্রতিনিধঃ ঝিনাইদহে নারীনির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারীর উপর সহিংসতার আশংকার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন, প্রতিবাদ করুন শীর্ষক ব্যানারে শনিবার সকালে (২৫ নভেম্বর) শহরের পায়রা চত্বরে মানব বন্ধন অনুষ্ঠানের আয়োজন করে দুর্বার নেটওয়ার্ক (ঝিনাইদহ) ও নারীপক্ষ নামের দুটি বে-সরকারী সংস্থা (এনজিও)।
মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন, এন এম শাহজালাল, শরিফা খাতুন। বক্তাগন নারীর প্রতি সহিংসতারোধে রাজনৈতিক নেতা,ব্যবসায়ী, পুলিশ,মানবাধিকারকর্মী,শিক্ষকসহ সকল শ্রেনিপেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান। মানব বন্ধনে শতাধীক নারী-পুরুষ অংশ গ্রহন করেন।