লিমন হোসেন ঝিনাইদহঃ
০২/০৬/২০২২ইং আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল খালেকের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপ-সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে গত ১৮ মে ২২ইং প্রতিদ্বন্দ্বী সতন্ত্র মেয়র প্রার্থী মোঃ কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের ব্যবসায় প্রতিষ্ঠানে ভাংচুর, গত বুধবার সন্ধ্যায় শহরের ধোপাঘাটা ব্রীজ এলাকায় সতন্ত্র প্রার্থীর নির্বাচনে প্রচারণায় হামলা, মারপিট করেন তার সমর্থকরা। এর আগে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখা চাওয়ার পর তিনি ক্ষমা প্রার্থনা করেন। তারপরও তার সমর্থকরা এ ধরনের কাজ করায় পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করায় আইনের ৩২ ধারা অনুযায়ী প্রার্থীতা বাতিল করেন। এ সংবাদ জানার পর বন্ধ হয়ে যায়। নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণা।