ঝিনাইদহে বাজার অভিযান করে ১৫০০০ টাকা জরিমানা করেন ভোক্তা
লালন মন্ডল,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদরে বাজার অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক।
বৃহস্পতিবার (২৬অক্টোবর)২০২৩ ইং ঝিনাইদহ সদর উপজেলর ছাগল ফার্ম সংলগ্ন বিস্কুট ফ্যাক্টরিতে বাজার অভিযান পরিচালনা করেন জনাব নিশাত মেহের, সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ ঝিনাইদহ। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণ চন্দ্র বিশ্বাস সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সদর উপজেলা এবং জনাব রকি হাসান অফিস সহকারী অত্র দপ্তর। বিস্কুট ফ্যাক্টরিতে নিম্নমানের যেটা ফুডগ্রেড নয় এমোনিয়াম বাই কার্বনেট এর ব্যবহার এবং মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার রাখার জন্য ১৫০০০ পনোর হাজার টাকা সতর্কতামূলক জরিমানা আরোপ করা সহ আদায় করেন। এই অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে। নিরাপদ খাদ্য আইন -১৩ মিনে খাদ্য তৈরীর জন্য দীর্ঘক্ষন কর্তৃপক্ষের সাথে আলোচনা হয় এবং স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন।