মোঃ বনি স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
আখেরী নবী, মুসলমানদের কলিজার টুকরা মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এবং উম্মুল মু”মিনীন আয়েশা (রাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলাতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
হরিণাকুণ্ডু ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোঃ মোইনুদ্দিন মইন এর সভাপতিত্বে, হাফেজ মাওলানা আব্দুর রশিদ এর সঞ্চালনায়, বুধবার ১৫ জুন বুধবার বিকালে নবী প্রিয় তৌহিদী জনতার আয়োজনে হরিনাকুন্ডু উপজেলা দোয়েল চত্ত্বরে বিশাল এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ভারতের ক্ষমতাসীন বিজেপি মূখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী (সঃ) এবং উম্মুল মু”মিনীন আয়েশা (রাঃ)-কে নিয়ে যে ধৃষ্টতা দেখিয়েছেন তার তীব্রতা পল্লির জনপদেও এসে দাও দাও করে জ্বলছে। মানববন্ধনে,বক্তাগণ বিশ্ব নবী বিশ্ব মানবতার প্রতিক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সঃ)-কে কটুক্তি ও অবমাননাকর বক্তব্যের জন্য ক্ষমতাসীন বিজেপি নেতা নূপুর শর্মা ও তার সহকারী নবীন কুমার জিন্দালের ফাঁসির দাবী করেন, অন্যথায় কঠোর আন্দোলন ঘোষনা করা হবে বলেও জানান তৌহিদী জনতার বক্তারা। এ সময় উপজেলার হাজার হাজার নবী প্রিয় তৌহিদী ছাত্র জনতা’র ব্যানারে স্থানীয় মুসল্লীরাও এমন প্রতিবাদ ও মানববন্ধনে অংশ নেয়।
এ সময় নবী প্রিয় সর্বস্তরের তৌহিদী ছাত্র জনতা’র ব্যানারে উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু পৌর (সাবেক) মেয়র মোঃ শাহিনুর রহমান রিন্টু, ঝিনাইদহ জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক খোদা বক্স, ইসলামীক স্কলার মোঃ সাইফুর রহমান বাদল, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা তৌয়বুর রহমান সহ আরও অনেকে।