ঝিনাইদহে মাদক মামলার ০৫ বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার
লালন মন্ডল,ঝিনাইদহ প্রতিনিধিঃ
অদ্য ২৫ অক্টোবর ২০২৩ ইং ১১:৩০ ঘটিকার সময়
র্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ সদর থানার জিআর নং- ১০৪/১৭ এর মাদক মামলার ০৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০০/- টাকা অর্থদন্ডপ্রাপ্ত অনাদয়ে এবং ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী ঝিনাইদহ জেলার সদর থানার চাকলাপাড়া বাজারস্থ এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার সদর থানার হাটখোলা বাজারস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মাদক মামলার সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী- মোঃ টিপু সুলতান (৩০), পিতা- মৃত আব্দুল গাফফার,
সাং বেপারীপাড়া, থানা- সদর, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।