নিহতের জামাই মেহেদী হাসান (পুলিশ) জানান, শনিবার দুপুরে তার শশুর পেশাগত কাজে নিজ বাড়ী থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ৫ মাইল নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আশা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজরে ধাক্কা দেয়। এসময় রাস্তায় উপর সিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম প্রাপ্ত হয়। সেসময় স্থানীয়রা তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হওয়ায় হাসপাতালে পৌঁছানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।