এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ জেলা প্রশাসন এর তত্ত্বাবধানে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবএর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, আর্থিক সহায়তা প্রদান ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মহোদয়ের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠান উপভোগের মাধ্যমে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক জনাব মনিরা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জনাব খালেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম পিপিএম,জেলা পরিষদের প্রশাসক বাবু কনক কান্তিদাস,উপপরিচালক স্থানীয় সরকার ও প্রশাসক জনাব মোঃ ইয়ারুল ইসলাম, জেলা আওমীলীগের সাধারণ সম্পাদক,জনাব মোঃ সাইদুল করিম মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মো: মকবুল হোসেন,
ও আরো অনেকে আলোচনা সভা সমাপ্তির পর গরীব ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করেন ঝিনাইদহ জেলা প্রশাসক এবং অনান্য অতিথিবৃন্দ।