ঝিনাইদহ জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে শহরের পবহাটি চৌরাস্তার মোড়ে সকাল ১০ টায় টিসিবির কার্ডধারীদের মাঝে ৩০ টাকা দরে চাউল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ,ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মনিরা বেগম।এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু।স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহিন, জেলার (ভারপ্রাপ্ত )খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসানুজ্জামান ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাজ-উদ্দিন আহম্মেদ ,ডিলার শফিউদ্দিন সহ খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।
সরকার ঘোষিত ও এম এস কর্মসূচির আওতায় সপ্তাহে শনি থেকে বৃহঃস্পতিবার জেলার ৬ টি পৌরসভা এলাকায় ২৪ জন ডিলারের মাধ্যমে আগামী ৩ মাস এই কার্যক্রম চলবে। প্রতি একজন ৩০ টাকা কেজি দরে চাউল ৫ কেজি করে ১৫ দিন পরপর অর্থাৎ মাসে দুইবার ক্রয় করতে পারবে।