শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন

ঝিনাইদহে ৬৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে RAB 6

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

লালনমন্ডল,ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহে ৬৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ বাবুল হোসেন(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬। বাবুল হোসেন পার্শবর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাসিন্দা। সোমবার (২ অক্টোবর) ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর এলাকা থেকে তাকে আটক করে তার পর, ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধ্যে মাদক আইনে মামলা করে র‍্যাব।

এ বিষয়ে র‍্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, উদয়পুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য (ফেন্সিডিল) ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। র‍্যাব আরও জানায়, অভিনব কায়দায় এসব মাদকদ্রব্য মোটর সাইকেলে বহন করে তিনি ঐ এলাকায় অবস্থান করছিল। আটকের পর বাবুল হোসেনের হেফাজত হতে ৬৫ বোতল ফেন্সিডিল, ১টি মোটর সাইকেল(চাবিসহ), ১টি মোবাইল, ২টি সিমকার্ড এবং নগদ ১৭ হাজার ৩ শত ১৫ টাকা উদ্ধার করে। জব্দকৃত এসব আলামত ও আটককৃত বাবুল হোসেন কে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর পুর্বক তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলেও র‍্যাব জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991