মোঃ বনি স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহে পবিত্র মাহে রমজান উপলক্ষে হাম নাত ও ক্বেরাত নামে ঝিনাইদহের কোকিল প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবারে কোকিল প্রতিযোগিতা অনুষ্ঠান করেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ। ঝিনাইদহ জেলা শাখার উদ্দোগে শহরের এইচ এস এস রোড এ আয়োজন কমিউনিটি সেন্টারে দিন ব্যাপি এর প্রথম বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রথম পর্বে ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্য থেকে বিচারক মন্ডলী ১৩ জন কে দ্বিতীয় পর্বের জন্য বাছাই করেন। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা সহ বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিরা অংশ নেয়।
অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত অতিথিরা দেশের নতুন রাজনৈতিক দলের এমন উদ্যোগ কে স্বাগতম জানাই। অনেকেই আশা প্রকাশ করেন নতুন রাজনৈতিক দলের এমন উদ্যোগ যেন প্রতিবছর আয়োজন করতে পারে সেই আশা প্রকাশ করেন অতিথি বিন্দুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ যুব অধিকার পরিষদের আহ্বায়ক হযরত আলীর।
এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াস। ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। ও বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল জাহিদ রাজন, সহ ঝিনাইদহ গণ অধিকার পরিষদের সংগঠক সাখাওয়াত হোসেন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখা আহ্বায়ক আবু বক্কর,ও পেশাজীবি অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন। ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম সহ জেলা ও উপজেলার
বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।