গাজীপুর মেট্রোপলিটিন পুলিশের টঙ্গী পূর্ব থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং-১১/০৮/২০২২ তারিখ ২১.৩০ ঘটিকার সময় টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজারস্থ হ্যারিটেজ আবাসিক হোটেল ও পদ্মা আবাসিক হোটেল, মঞ্জুরী আবাসিক হোটেল, স্বাগতম আবাসিক হোটেলে সঙ্গবদ্ধভাবে প্রতারণা করিয়া অসহায়ত্বদের কাজে লাগাইয়া বাংলাদেশের অভ্যন্তরে যৌন শোষন করার জন্য বিভিন্ন বয়সী মেয়েদের সংগ্রহ করিয়া যৌন ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জনের নিমিত্তে উক্ত হোটেল গুলোতে বাহির হইতে তালা মারিয়া আটক করিয়া রাখিয়াছে। উক্ত সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার বিশেষ অভিযান দল ইং-১১/০৮/২০২২ তারিখ ২২.০৫ ঘটিকার সময় উক্ত আবাসিক হোটেল গুলোতে অভিযান পরিচালনা করে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজারস্থ হ্যারিটেজ আবাসিক হোটেল এর বিভিন্ন কক্ষ হইতে আসামী ১। আনোয়ার হোসেন (৩০), পিতা-তৈয়ব শিকদার, সাং-চিত্রবিশ্রাম, থানা-মুহাম্মদপুর, জেলা-মাগুরা, ২। দেলোয়ার হোসেন (২৮), পিতা-আঃ ওহাব শেখ, সাং-দিঘা, থানা-মুহাম্মদপুর, জেলা-মাগুরা এ/পি সাং-পাগাড় ফকির মার্কেট, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর, ৩। মোঃ বাবুল (২৭), পিতা-আবুল কাশেম, সাং-মনপুরা, থানা-মনপুরা, জেলা-ভোলা, ৪। মোঃ আক্কাছ (২৩), পিতা-আফতাব, সাং-জামগ্রাম, থানা-আত্রাই, জেলা-নওগাঁ, ৫। শ্রীবাস বিশ্বাস (২৫), পিতা-মৃত গোবিন্দ বিশ্বাস, সাং-কাইজুরিয়া, থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জ, ৬। হেলাল উদ্দিন (২৭), পিতা-নুরুল আমিন, সাং-কবাখালী, থানা-দিঘীনালা, জেলা-খাগড়াছরি, ৭। মাসুক আলম (৩১), পিতা-খোরশেদ আলম, সাংÑআশিরল, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোণা, ৮। কামরুজ্জামান (২৪), পিতা-কামাল হোসেন, সাং-আরংহাটি, থানা+জেলা-জামালপুরদেরকে গ্রেফতার করা হয় এবং বিভিন্ন বয়সী ০৯ জন ভিকটিমকে উদ্ধার পূর্বক থানায় নিয়ে আসে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।