গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া মন্ডল মার্কেট এলাকায় বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ইয়াম্মি ফুড অ্যান্ড বেভারেজ লি: নামক একটি শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল নেতৃত্ব দেন অভিযানে,
এসময় প্রতিষ্ঠানটিকে অবৈধ ভাবে শিশু খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাত করার অপরাধে ৩লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানটিকে সাময়িক সিলগালা করে দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে জুস, মটর ভাজা, চানাচুর, জিরো চিপস, আইচ ললি সহ অনুমোদনহীন আরো ১১টি পন্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল। প্রতিষ্ঠানটির নিজস্ব কোন ল্যাব টেস্টের ব্যবস্থা নেই, বিএসটিআইয়ের লোগো থাকলেও দেখাতে পারেনি অনুমোদনের কাগজপত্র, মোটর ভাজায় ব্যবহার করা হয়েছে টেক্সটাইল কেমিক্যালের বিষাক্ত রং যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর,এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানাসহ জনস্বার্থে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
অভিযানে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও বিভিন্ন প্রিন্ট ও ইলোকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।