স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের টঙ্গী মাছিমপুর জিন্নাত বস্তি থেকে নুরজাহান (৩৮) নামে সোমবার বেলা ১১টায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। নিহত নারী ওই এলাকার নুরু মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, সৌদি প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী নুরজাহান তার দুই মেয়ে মেহেলী (১৬) ও মেঘলাকে (১১) নিয়ে জিন্নাত বস্তির বাবার বাড়িতে বসবাস করতেন। বড় মেয়ে মেহেলী স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় আবাসিক হোস্টেলে থেকে লেখাপড়া করে। রোববার রাতের খাবার শেষে ছোট মেয়ে মেঘলাকে নিয়ে তিনি শুয়ে পড়েন। এর আগে মেয়েকে দিয়ে দোকান থেকে একটি ব্লেড কিনে আনেন। পরে তিনি রাতের যে কোনো সুবিধাজনক সময়ে ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সোমবার সকালে মেঘলা ঘুম থেকে জেগে মাকে বিছানায় না পেয়ে চিৎকার শুরু করে। পরে আশপাশের ভাড়াটিয়ারা এসে নুরজাহানকে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলতে দেখে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে আনেন। পরে পুলিশে খবর দিলে পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
স্থানীয়রা আরো জানান, নিহতের স্বামী দীর্ঘদিন যাবৎ সৌদি আরব প্রবাসী।লাশের সুরতহাল রির্পোট প্রস্তুত কারী টঙ্গী থানার এস আই তাজুল ইসলাম বলেন, নিহতের দুই হাত ব্লেড দিয়ে সামান্য কাটা ছিল। এ ছাড়া নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না।এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইন চার্জ শাহ আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বলা যাবে।