সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম এর দিক নির্দেশনায়,অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুব উজ-জামান এর তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার একটি টিম অফিসার ইনচার্জ,মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে২৫/০৮/২০২৩ ইং তারিখ রাত ০৮.০৫ ঘটিকার সময় টঙ্গী পূর্ব থানাধীন ব্যাংকের মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ
১। মোঃ সাইদুল ইসলাম (৩০), পিতা: মৃত মোঃ বাছেদ @ বাচ্চু মিয়া, মাতা: সোনা ভানু,গ্রাম: লাউহাটি,থানা:দেলদুয়ার,জেলা: টাঙ্গাইল, বর্তমান ঠিকানা: গ্রাম:কোর্টবাড়ী (সালমার বাড়ীর ভাড়াটিয়া), থানা: দক্ষিনখান ঢাকা।২। মোঃ হেলাল উদ্দিন (৪৫),পিতা: লাল মিয়া,মাতা: মৃত জামেলা বেগম,গ্রাম: পাচরুখী, থানা: নান্দাইল, জেলা: ময়মনসিংহ, বর্তমান ঠিকানা: গ্রাম: করমতলা (খ্রিস্টান হাসপাতালের সামনে), থানা: পূবাইল, গাজীপুর।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলাম বলেন উক্ত ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী,ছিনতাইকারী,চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী,কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে।