গাজীপুরের টঙ্গী কামারপাড়া রোড সংলগ্ন অলিম্পিয়া স্কুল মাঠের পশ্চিম পাশের বাউন্ডারি দেয়াল পাশে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি চৌকস টিম সেখানে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র সহ ৫ জনকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো- নোয়াখালী জেলার সেনবাগ থানার টাঙ্কিরহাট গ্রামের ফেরদৌস (২২), গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকার বসির মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২১), সাতাইশ শরিফ মার্কেট এলাকার মৃত কামাল হোসেনের ছেলে মোহাম্মদ মিন্টু মিয়া (২১) গাজীপুরা পশ্চিম পাড়া এলাকার মোঃইমরানের ছেলে মোঃ তন্ময় আহমেদ তনু (১৯) ও খরতৈল বড় মসজিদ এলাকার কাজল খন্দকারের ছেলে সিয়াম (১৯)।এ সময় তাদের কাছ থেকে ১টি ছোরা, ১টি চাকু, ২টি চাইনিজ কুড়াল ও ১টি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ ওসি শাহ আলম জানায় এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।