সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ চুরি,ডাকাতি, ছিনতাইয়ের সঙ্গবদ্ধ চক্রের ৯ জন আটক। টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পশ্চিম পাশে স্যাটার্ন গার্মেন্টস এর সামনে পাকা রাস্তার উপরে কতিপয় দুস্কৃতিকারী ধারালো অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া ডাকাতির জন্য সমাবেত হইয়া ডাকাতির প্রস্তুতি নিতেছে।
এরূপ তথ্যের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার দিবাগত রাত ০২.২০ ঘটিকার সময় সেখানে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ডাকাত দলের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি ছিনতাই ও ডাকাতি সঙ্গবদ্ব দলের আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী পালিয়ে যায় তাদের কে গ্রেপ্তার অভিযান অব্যহত আছে বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলো ১। আঃ রহিম ২। মোঃ মারুফ ৩। আকাশ ৪। পাভেল ৫। মোঃ মিরাজ আহম্মেদ ৬। তানজিল আহম্মেদ ৭। মোঃ সোহেল রানা ৮। মোঃ উজ্জল মিয়া ৯।জিয়াউর রহমান।
গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১টি ছুরি, ২টি সুইচগিয়ার,২টি চাকু,৩০টি মোবাইল,১টি ল্যাপটপ,১টি ডেক্সটপ,এবং ১টি সিপিইউ উদ্ধার করা হয়। টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানায় -গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজু শেষে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।