সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টারঃ টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র সহ একজন আটক।গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দিক নির্দেশনায়,অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ১৭/০৮/২৩ তারিখ ১৯.১৫ ঘটিকায় টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১জনকে গ্রেফতার করে।এসময় তার হেফাজতে থাকা ৪ টি স্টীলের তলোয়ার,১টি স্টীলের ক্রিস,১টি স্টীলের পাতা,৪ টি স্টীলের পাত ও ১ টি পুরাতন গেন্ডিং মেশিন উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত শাহাদত হোসেন @ সাধু(৪২),
টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার মোঃ মাইন উদ্দিন এর ছেলে। আসামী দীর্ঘদিন ধরে নিজ হেফাজতে ও দখলে দেশীয় অস্ত্র মজুদ করিয়া আসিতেছিল। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন উক্ত ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে।