গাজীপুর টঙ্গীতে চলমান মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা দুইটি পিকআপ ভ্যান একটি বাস, একটি নোহা মাইক্রো বাস, দুটি স্বর্ণের চেইন ও নগদ ২৮ হাজার ৩ শত ত্রিশ টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে টঙ্গী সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ফোরকান হোসেন শান্ত। কামরুল ইসলাম ইয়াসিন। হনুফা। ইসমত আরা ওরফে সাবিনা ও শহিদুল ইসলাম।
শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার মাহবুব উজ জামান। এসময় আরো উপস্থিত ছিলেন মেট্রোপলিটন দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসিবুল আলম, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।সংবাদ সম্মেলনে পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত ফোরকান তার সহযোগীদের নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে টঙ্গীসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।