গাজীপুরের টঙ্গীর পৃথকস্থান থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ ৬জন মাদক কারবারিকে গ্রেফতার করে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, আল আমিন ওরফে উজ্জল (৩৪), জুয়েল মিয়া (২৮), শাহিন (২৬), মনিরুল ইসলাম তুহিন (৩০), সায়মা আক্তার মীম (২০) ও মেহেদী হাসান রিয়াদ (২১)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে টঙ্গীর শৈলারগাতী ও দিঘিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে আল আমিন ওরফে উজ্জল, জুয়েল, শাহিন ও মনিরুল ইসলাম তুহিনকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় তাদের বাসায় ও দেহ তল্লাশী চালিয়ে ১৭শ’ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা ও ২টি বিকাশ সিম উদ্ধার করা হয়। অপর এক ঘটনায় বুধবার স্থানীয় ইজতেমা ময়দান এলাকা থেকে সায়মা আক্তার মীম ও মেহেদী হাসান রিয়াদ নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ১ এর সদস্যরা। এ সময় তাদের তল্লাশি করে ১ হাজার ৯শ’ ৩৫ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৩ হাজার ৩শ’ ১০ টাকা জব্দ করা হয়। বুধবার রাতে তাদের পশ্চিম থানার পুলিশে সোর্পদ করে র্যাব। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অপরাধ দক্ষিণ) মাহবুব উজ-জামান।