গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় হাজীর মাজার বস্তির বটতলার সামনে পাকা রাস্তার উপর মাদক ব্যবসা চলছে এই গোপন সংবাদ এর ভিত্তিতে -অপরাধ (দক্ষিণ) বিভাগ এর উপ-পুলিশ কমিশনার ইলতুৎ মিশ এর দিক নির্দেশনায় এবং টঙ্গী জোন এর সহকারী পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ ওসি শাহ আলম ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে রাত ০৩.১৫ মিনিটের সময় অভিযান চালিয়ে ১৫,শত ইয়াবা ট্যাবলেট সহ মোঃ নুরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামী মোঃ নুরুল ইসলাম এর দেওয়া তথ্য মতে রাত অনুমান ০৩.৪৫ মিনিটে তাহার টিনের দুতলা বসত বাড়ীর শয়ন কক্ষে খাটের তোষকের নিচ হইতে ০১ (এক) টি পুরাতন লোহার তৈরি কালো রংয়ের রিভলবার উদ্ধার করা হয়, যাহার ব্যারেলের একপাশে ইংরেজীতে BARMA লেখা আছে, যার দৈর্ঘ্য ৮.৮ ইঞ্চি। আসামী দেশের বিভিন্ন এলাকা হইতে মাদক এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রির ব্যবসার সাথে জড়িত। আসামীর বিরুদ্ধে ডিএমপি এবং জিএমপির বিভিন্ন থানায় ০৫ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ ওসি শাহ আলম জানায় -আটককৃত আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্তে পৃথক পৃথক মামলা রুজু করা হয়ছে।