সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টারঃ গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর জামাই বাজার এলাকায় ২৫/০৮/২০২৩ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় অভিযান চালিয়ে
১৯জন জুয়ারীকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে ৮বান্ডিল তাস,১৫৩ টি খোলা তাস,নগদ ৪৫,২৩০/-(পয়তাল্লিশ হাজার দুইশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলোঃ
১। মোঃ আরিফ মিয়া (১৯)২। মোঃ সফু (২০),
৩। মোঃ রোকন মিয়া (২২)৪। মোঃ সুমন মিয়া(৩৮)৫। বিশ্বজিৎ (৩৪)৬। মোঃ ইমরান হোসেন (১৮)৭। বাবলু (২৫)৮। মোঃ মোমিন মিয়া (৩২)
৯। মোঃ মোমিন (২৬)১০। মেহেদী হাসান (২২)১১। সেলিম (৪০)১২। তছলিম আহাম্মেদ (৪৭)১৩।লিটন মিয়া (৪৬)১৪। রুস্তম আলী (২৭)১৫। বাপ্পি (২২)১৬। উজ্জল মিয়া (২২)১৭। রিজু (২৩)১৮। নোমান (২৮)১৯। আলমগীর হোসেন (৩০)
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম এক প্রেস ব্রিফিং বলেন
উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।