সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টারঃগাজীপুরের টঙ্গীতে ৩ অপহরণকারী সদস্যকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
পূর্ব থানাধীন এরশাদ নগর বড়বাজার বাস স্ট্যান্ড এলাকা থেকে মোঃ সিয়াম (১৫) কে অপহরণ করে পরে তার পরিবারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণকারি সদস্যরা।
ভিকটিমের পরিবার টঙ্গী পূর্ব থানায় একটি লিখত অভিযোগ করে,উক্ত অভিযোগের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোঃ মাহবুব উজ-জামান এর দিক নির্দেশনায় টঙ্গী পূর্ব থানার সু-দক্ষ অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম পিপিএম এর তত্ত্বাবধানে,টঙ্গী পূর্ব থানার চৌকস পুলিশ অফিসার উপ-পরিদর্শক(এসআই) আশরাফুল আলম ও উপ-পরিদর্শক কায়সার হাসান ফারুকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম সোর্স নিয়োগ করে ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে ভিকটিম সিয়াম কে উদ্ধার করে।
এ ঘটনায় ৩ জন অপহরণকারী কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম পিপিএম বলেন এই চক্রটি দীর্ঘদিন ধরে গাজীপুর টঙ্গী সহ দেশের বিভিন্ন জায়গায় শিশুদের অপহরণ করে চাঁদা দাবী করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।