স্টাফ রিপোর্টারঃ
২১ ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টঙ্গীর মরকুন এলাকায় মেধা বিকাশ স্কুলের পক্ষ থেকে ৫২, র ভাষা আন্দোলন এর সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুসপস্তাবক অর্পণ শেষে পথর্যালী বের করা হয়। দিবস টি যথাযথ মর্যাদায় পালন করে মেধা বিকাশ স্কুলের কয়েক শত ছাত্র ছাত্রী নিয়ে স্কুল কতৃপক্ষ।।কোমলমতি কয়েক শত ছাত্র ছাত্রীর কন্ঠে প্রতিধ্বনি আমার সোনার বাংলা আমি তোমাই ভালোবাসি জাতীয় সংগীত সুরে মুখরিত হয়ে উঠে ওলি গলি। এ সময় মেধা বিকাশ স্কুলের প্রতিষ্ঠাতা জনাব সোহেল শিশুদের বলেন – ৫২, র ভাষা আন্দোলনে যারা বাংলা ভাষা প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে শহীদ হয়েছে,তাদের তোমারা শ্রদ্ধা ভালোবাসায় স্বরন করবে, বুকে লালন করবে শহীদের আত্মাত্যাগের কথা, তাদের রক্তের বিনিময়ে আজ তুমরা এবং আমি মায়ের ভাষা বাংলায় কথা বলছে পারছি।