সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে সোমবার গভীর রাতে সেনাবাহিনী উত্তরা ক্যাম্প এবং টঙ্গী পশ্চিম থানা পুলিশের এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ মদ,গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয় এসময় ২৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হলেও স্থানীয়ভাবে ‘মাদকের হাট’ হিসেবে পরিচিত এই বস্তির মূল মাদক কারবারি ও তাদের আশ্রয়দাতারা পালিয়ে যায়।
অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক। স্থানীয়দের অভিযোগ,হাজীর মাজার বস্তি দীর্ঘদিন ধরে মাদকের আখড়া হিসেবে ব্যবহৃত হয়ে আসছে,যেখানে প্রতিদিন লাখ লাখ টাকার মাদক বিক্রি হয়। এই মাদক ব্যবসার পেছনে কিছু রাজনৈতিক পরিচয়দানকারী অসাধু ব্যক্তির নেতৃত্ব রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
জানা গেছে, নামধারী যুবদল নেতা শাহাবুদ্দিন দাবারু বর্তমানে হাজীর মাজার বস্তিতে মাদক কারবারিদের শেল্টার দিয়ে বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন। শাহাবুদ্দিন দাবারুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকায় তিনি বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছেন। গত ৫ আগস্টের পর হাজীর মাজার বস্তিতে মাদক কারবারি ও অপরাধ জগতের নিয়ন্ত্রণ শাহাবুদ্দিন দাবারুর হাতে চলে আসে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
যদিও পুলিশ ও সেনাবাহিনীর এই অভিযানে ছোট মাদক ব্যবসায়ীরা ধরা পড়েছে, শাহাবুদ্দিন দাবারুর মতো বড় মাদক কারবারিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই অভিযান ধারাবাহিক ভাবে চলবে।