গাজীপুর টঙ্গী আউচপাড়ার মোল্লাবাড়ী রোড এলাকায় লিটন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে, এমন তথ্যের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে আউচ পাড়া এলাকার ইসলাম উদ্দিন এর ছেলে মোঃ হিরা ইসলাম হিরো ও মোবারক আলীর ছেলে মোঃ মিজানুর রহমান মিজান কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় -সাতাইশ শরীফ মার্কেট কাশেম খানের ভাড়াটিয়া মৃত সুলতান আকন এর ছেলে ড্রাইভার সোহেল আকনের এর কাছ থেকে তারা মাদক কিনে বিক্রি করে। তাদের দেওয়া তথ্য মতে –
টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ শরীফ মার্কেট সোহেলের বাসার সামনে রাস্তার উপর হইতে ড্রাইভার সোহেল আকন কে ০২ কেজী গাঁজা এবং ২শত পিস ইয়াবা ও মাদক বিক্রীর নগদ ২৮০০/- টাকা সহ গ্রেফতার করা হয়। টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ ওসি শাহ আলম জানায়
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে টংগী পশ্চিম থানার মামলা নং ০৫ তাং ০৬/০৯/২০২২ খ্রীঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক)/৪১ রুজু করা হয়েছে।